সাভার (ঢাকা): সাভার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. রেফাতউল্লাহকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সকালে সাভার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিএনপির ডাকা সরকার বিরোধী হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা মমলায় তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান ঢাকা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের মামলায় রেফাত উল্লাহকে সাভার পৌর মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। মেয়রের দায়িত্ব ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন। গত ১২ অক্টোবর আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সাভার পৌরসভার মেয়র মো রেফাতউল্লাহর বহিষ্কার আদেশ প্রত্যাহারের নির্দেশ দেন। নির্দেশ মতে স্থানীয় সরকার মন্ত্রণালয় বুধবার (২১ অক্টোবর) তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে চিঠি দেয়। তিনি এ চিঠি পাওয়ার পর রাতেই সাভার পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইণগত ভাবে মেয়রের দায়িত্বভার গ্রহণ করার ঘোষণা দেন।
২১ অক্টোবর পুনরায় সাভার পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাকে আরো দুইবার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বিএস