ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহী মহানগর জামায়াতের আমির কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
রাজশাহী মহানগর জামায়াতের আমির কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগর জামায়াতের আমির প্রফেসর ড. আবুল হাশেমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে আদালতে হাজির করা হয়।

তবে ফুলকোর্ট রেফারেন্সের কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় তাকে কারাগারে পাঠানো হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় এ প্রসঙ্গে জানান, পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা ও সরকার বিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার অন্যতম আসামি আবুল হাশেম। ওইসব মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। কিন্তু রোববার এক আইনজীবী মারা যাওয়ায় আদালতের কার্যক্রম বন্ধ ছিল বলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ফের তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে, জানান সুশান্ত চন্দ্র।

এর আগে শনিবার রাতে নগরীর বিনোদপুর এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।