ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পিরোজপুর জেলা ছাত্রদল নেতার মৃত্যুতে শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, অক্টোবর ২৬, ২০১৫
পিরোজপুর জেলা ছাত্রদল নেতার মৃত্যুতে শোক

ঢাকা: পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় গভীর শোক প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান সোমবার (২৬ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।


 
নেতারা অবিলম্বে ঘাতক বাসের চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
 
এদিন পিরোজপুর শহরের বাইপাস সড়কের ডায়াবেটিক হাসপাতালের সামনে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হন রেজাউল ইসলাম। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
 
নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।