ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পলাশবাড়ীতে জামায়াত-শিবিরের দুই নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, অক্টোবর ২৭, ২০১৫
পলাশবাড়ীতে জামায়াত-শিবিরের দুই নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নাশকতার মামলায় জামায়াত ও  শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার গৃধারীপুর গ্রামে দিগন্ত কোচিং সেন্টার চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।



এরা হলেন, পলাশবাড়ী উপজেলা জামায়াতের দফতর সম্পাদক আশরাফুজ্জামান শাহীন (৩৮) ও  জেলার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নর শিবিরের সভাপতি ওবায়দুল ইসলাম
(২৫)।

একটি জাতীয় দৈনিকের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি আশরাফুজ্জামান শাহীন উপজেলার উদয় সাগর গ্রামের হাফেজ আব্দুল জলিল মিয়ার ছেলে এবং ওবায়দুল ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামের ছদরুল আমিনের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, শাহীন ও ওবায়দুল নাশকতা-সহিংসার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি।

গোপন খবর পেয়ে দুপুরে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।