ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের সমালোচনা করলেই ষড়যন্ত্রকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
সরকারের সমালোচনা করলেই ষড়যন্ত্রকারী ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাকারী প্রতিষ্ঠান ও দলগুলোকে ষড়যন্ত্রকারী বলে গালাগাল করা হচ্ছে, এমনই মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



সংসদের হুইপ ও সরকারদলীয় নেতারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) সমালোচনা করলেও তাদের পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করতে পারেনি উল্লেখ করে রিপন বলেন, টিআইবি সংসদ নিয়ে একটি পর্যবেক্ষণ প্রকাশ করায় সরকারদলীয়রা তাদের বিরোধীদলের এজেন্ট বলে অসৌজন্যমূলক মন্তব্য করেছেন।

তিনি বলেন, দশম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে গণতান্ত্রিক সংকটের সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণেরও কোনো চেষ্টা করা হচ্ছে না। সব কিছুতেই বিরোধীদল কিংবা সরকারের কর্মকাণ্ডের সমালোচনাকারী প্রতিষ্ঠানগুলোকে ষড়যন্ত্রকারী বলে গালাগালি করা হচ্ছে।

এ সময় তিনি বর্তমান বিরোধীদলের সমালোচনা করে বলেন, সংসদে প্রকৃত কোনো বিরোধীদল নেই। এটি ফেইক অপজিশন, কথিত অপজিশনকে রেখে যতই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলা হোক, সেটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।

বিএনপির লবিস্ট নিয়োগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিপন বলেন, বিএনপি নির্বাচন কমিশনে আয়ের যে তথ্য দিয়েছে এটিই প্রকৃত আয়। লবিস্ট নিয়োগের বিষয়টি হাস্যকর।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, নিতাই রায় চৌধুরী, ফজলুল হক মিলন, তকদির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘন্টা, অক্টোবর ২৭, ২০১৫
এইচআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।