ঢাকা: বিদেশি হত্যার কিলিং মিশনের নির্দেশদাতা বড়ভাইয়েরও বড়ভাই আছে যারা আড়াল থেকে এই হত্যাকাণ্ডগুলোর নীল নকশা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
তিনি বলেন, বিদেশি হত্যাকাণ্ড দেশ ও সরকারবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, আমরা আগেই বলেছিলাম বিদেশি হত্যাকাণ্ডের পিছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। বিদেশের কাছে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, রফতানি বাণিজ্য বন্ধ করে দেশে অর্থনৈতিক ধস নামানোর উদ্দেশ্যে এ ষড়যন্ত্র হচ্ছে। হত্যাকারীরা ধরা পড়ার পরে তাদের বক্তব্যেই এখন তা স্পষ্ট হয়েছে।
বিএনপি নেতাদের সমালোচনা করে তাদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, আপনারা যেসব মৌলবাদীদের নিয়ে জোট গঠন করেছেন তাদের অনেকের রাজনৈতিক দর্শন হচ্ছে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করা। আপনারা যখন সেসব জঙ্গি ও মৌলবাদীদের পাশে বসিয়ে সংবাদ সম্মেলনে অস্বীকার করে বলেন আপনারা (বিএনপি) মৌলবাদের পৃষ্ঠপোষক নন, তখন তা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এ মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সাংস্কৃতিক আন্দোলন যত বেশি জোরালো হবে মৌলাবাদ ও সাম্প্রদায়িক শক্তি ততবেশি অবদমিত থাকবে।
সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ।
বাংলাদেম সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএ