ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২৭০ কোটি টাকা বরাদ্দ : জয়পুরহাটে আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
২৭০ কোটি টাকা বরাদ্দ : জয়পুরহাটে আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: চলতি অর্থ বছরে জয়পুরহাটের রাস্তা-ঘাটসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার ২৭০ কোটি টাকার অর্থ বরাদ্দ অনুমোদন করায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলীর নেতৃত্বে আনন্দ মিছিলটি বের করা হয়।

পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে শহরের পাঁচুর মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- এসএম সোলায়মান আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুমিন আহম্মেদ চৌধুরী, শেখর মজুমদার, জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সুমন সাহা ও জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দেওয়ান বেদারুল ইসলাম বেদিন প্রমুখ।

জয়পুরহাটে উন্নয়নের জন্য ২৭০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করায় সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।