ঢাকা: শহিদুল ইসলামকে সভাপতি ও আবুল কালাম কাননকে সাধারণ সম্পাদক করে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি’র ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি গঠন করার জন্য গত ১১ সেপ্টেম্বর জেলা কমিটির সভায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, সহ-প্রকাশনা সম্পাদক শফি বিক্রমপুরী ও নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপুকে দায়িত্ব দেওয়া হয়।
একই সঙ্গে ২৫ অক্টোবরের মধ্যে জেলা কমিটির কাছে শ্রীনগর উপজেলা কমিটির তালিকা জমা দেওয়ার জন্য বলা হয় সভায়। নির্ধারিত সময়ের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত নেতারা উপজেলার ১৪টি ইউনিয়নে মিটিং করে ও তৃনমূল নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নতুন এ কমিটি গঠন করেন।
এরপর গত ২৬ অক্টোবর জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাইয়ের কাছে নতুন কমিটির তালিকা হস্তান্তর করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
কমিটি গঠনের ব্যাপারে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, পুলিশি হয়রানির কথা বিবেচনা করে উপজেলা বিএনপি’র সম্মেলন করা সম্ভব না হলেও কমিটি গঠনের সময় তৃনমূল নেতাকর্মীদের দাবিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা তৈরির আগে ১৪টি ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। এছাড়াও কমিটির বাইরে উপজেলা বিএনপির রাজনীতি করেন, এমন নেতাদের মতামত নেওয়া হয়েছে, যাতে আগামী দিনে একই ছাতার নিচে থেকে দাবি আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম বেগবান করা যায়।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এজেড/আরএম