ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি ভেঙে খান খান হয়ে যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
বিএনপি ভেঙে খান খান হয়ে যাবে ছবি: রাজিব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অচিরেই বিএনপি ভেঙে খান খান হয়ে হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওযামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে যতোই ষড়যন্ত্র করবে তার দলই ততোই ক্ষতিগ্রস্ত হবে।

বিএনপি ভেঙে খান খান হয়ে যাবে।

শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আগামী ২ নভেম্বর অনুষ্ঠেয় সমাবেশকে সফল করতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় হানিফ আরও বলেন, খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করে সরকার পতন ঘটানোর নীল নকশা আঁকছে। এটা তারা সফল করতে পারবে না। খালেদা জিয়া আপনি সরকারের বিরুদ্ধে যতোই ষড়যন্ত্র করেন না কেন এতে সরকারকে কিছুই করতে পারবেন না। বরং আপনার ষড়যন্ত্র যতো গভীর হবে আপনার দল ততোই ক্ষতিগ্রস্ত হবে। দলে যে ভাঙন দেখা দিয়েছি তাতে বিএনপি খান খান হয়ে যাবে। আপনি সেই অপেক্ষায় থাকুন।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে হানিফ বলেন, দল ভাঙার রাজনীতি আওয়ামী লীগ করে না । বিএনপি ভাঙার কোনো  ইচ্ছাও আওয়ামী লীগের নেই। দল ভাঙার কাজ শুরু করেছিল আপনাদের নেতা জিয়াউর রহমান।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) সংসদকে নিয়ে দেয়া বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, শিক্ষিত হয়ে সংসদকে নিয়ে এই ধরনের  বক্তব্য তারা কিভাবে দেন। তাদের এই বক্তব্যের মধ্যে প্রমাণ হয়েছে তাদের আসল উদ্দেশ্যটা কি? তাদের এই বক্তব্য দেশ বিরোধী ষড়যন্ত্রের একটি অংশ। বিএনপি-জামায়াতের এজেন্ডা হিসেবে তারা এ ষড়যন্ত্রে লিপ্ত।
 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাহবুবুল আলম হানিফ। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কার্য নির্বাহী কমিটির সদস্য সুজিৎ রায় নন্দী, সহ-সম্পাদক শাহে আলম ও ইসহাফ আলী খান পান্না প্রমুখ।

বাংলাদেশ সময়, ১২৪৭ ঘন্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।