ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার প্রয়োজনে ‘জঙ্গি-আইএস’র নাম ব্যবহার করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
সরকার প্রয়োজনে ‘জঙ্গি-আইএস’র নাম ব্যবহার করছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকার তার রাজনৈতিক প্রয়োজনে ‘জঙ্গি-আইএস’ এর নাম ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম রব।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জেএসডি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


 
এর আগে প্রেসক্লাব মিলনায়তনের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন আব্দুর রব। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
রব বলেন, ‘সরকার তার রাজনৈতিক প্রয়োজনে ‘জঙ্গি-আইএস’ এর নাম ব্যবহার করছে। আবার  অনুসন্ধান ছাড়াই আইএস এর উপস্থিতি অস্বীকার করছে। এর মাধ্যমে জঙ্গি- ইস্যুকে মোকাবেলা করার পদক্ষেপ নিচ্ছে না। ’
 
ভুল রাজনীতি, গণতান্ত্রিক চর্চা সংকুচিত, জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা ও  রাজনৈতিক শূন্যতার জন্য সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠছে মন্তব্য করে জেএসডির (একাংশের) সভাপতি বলেন, ‘সরকারের অগণতান্ত্রিক আচরণ, শ্বাসরুদ্ধকর পরিবেশে রাজনৈতিক অচল অবস্থাকে কাজে লাগিয়ে অনূকুল পরিবেশ পাচ্ছে সন্ত্রাসীরা। ’

রাজনৈতিক সংকট নিরসন করার খুবই জরুরি দাবি করেন রব বলেন, ‘জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন ও রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো পরিবর্তন প্রয়োজন। ’
 
রাষ্ট্রীয় রাজনীতিতে নতুন ধারার রাজনীতি, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার সাধনে সাংবিধানিক সংশোধনী পদক্ষেপ এবং জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে তৃতীয় রাজনৈতিক শক্তি অপরিহার্য বলেও মনে করেন এ নেতা।
 
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল বাতেন রতন ও বাসদ’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরইউ/এমআইকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।