ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একযুগ পর হচ্ছে সিলেট শ্রমিক লীগের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
একযুগ পর হচ্ছে সিলেট শ্রমিক লীগের সম্মেলন

সিলেট: এক যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগর শ্রমিক লীগের সম্মেলন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্মেলন সম্পন্নের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

এ লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্র।

জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আহ্বায়ক হিসেবে কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হককে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, সদস্য মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. জাফর উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমানকে রাখা হয়েছে।

গত ২৮ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি এজাজ আহমদ। কমিটিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সিলেট মহানগর শাখার সম্মেলনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

চিঠির বরাত দিয়ে একটি সূত্র জানায়, কেন্দ্রীয় নেতারা একাধিকবার সিলেট মহানগরের সম্মেলন আয়োজনের জন্য তাগিদ দিয়েছেন। কিন্তু সিলেটের নেতারা তা আয়োজনে ব্যর্থ হয়েছেন। লিখিতভাবে ও মৌখিকভাবে সম্মেলন করার নির্দেশ দিলেও সিলেট মহানগরের সম্মেলন হয়নি। তাই কেন্দ্রীয় সভায় সিলেট মহানগর শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে।

২০০৩ সালের ২৫ মে সিলেট মহানগর শ্রমিক লীগের সর্বশেষ কমিটি হয়েছিল। এরপর ১২ বছর পেরিয়ে গেলেও সম্মেলন হয়নি।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।