ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ চার শিবির কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ঝিনাইদহে জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ চার শিবির কর্মী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে শহরে অভিযান চালিয়ে সরকার বিরোধী লিফলেট, চাঁদা আদায়ের রশিদ ও জিহাদি বইসহ চার শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর শহর ও পৈলানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।



আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার পৈলানপুর গ্রামের শুকুর আলীর ছেলে ওমর আলী (২৩), রায়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সামউল ইসলাম (১৯), মহেশপুর শহরের জমিদার পাড়ার নবিছ উদ্দীনের ছেলে বিনু শেখ (২৫) ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মনির হোসেন (২৬)।

পুলিশ জানায়, শনিবার রাতে মহেশপুরে সরকার বিরোধী লিফলেট, চাঁদা আদায়ের রশিদ ও কিছু জিহাদি বই নিয়ে চার শিবির কর্মী শহরে অবস্থান করছে, এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক চার শিবির কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার (১ নভেম্বর) ঝিনাইদহ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম শাহিন।

বাংলাদেশ সময় :০৮০৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।