ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বর্তমান মন্ত্রিসভা ফিটনেসবিহীন ও ভাঙাচোরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
বর্তমান মন্ত্রিসভা ফিটনেসবিহীন ও ভাঙাচোরা ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান মন্ত্রিসভাকে ফিটনেসবিহীন ও ভাঙাচোরা মন্ত্রিসভা হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) দলের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ।
 
রোববার (০১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী যুব ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


 
আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে যে মন্ত্রিসভা রয়েছে তাতে অধিকাংশ মন্ত্রীরই ফিটনেস নেই। এ মন্ত্রিসভা দিয়ে সঠিকভাবে সরকার পরিচালনা করা সম্ভব নয়। ডায়নামিক মন্ত্রীসভা গড়ে তোলা উচিত। যেখানে তারুণ্যের প্রাধান্য থাকবে। তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
 
শনিবার জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার বিষয়ে তিনি বলেন, এ হত্যাকাণ্ড সম্পূর্ণ রাজনৈতিক। দেশকে অস্থিতিশীল করতেই এ ধরনের হত্যাকাণ্ড করছে এক শ্রেণির দুর্বৃত্তরা।
 
এছাড়া তিনি সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগ করা শমসের মবিন চৌধুরীকে তার দলে যোগদানের আহ্বান জানান।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনএফ’র কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান খান, অ্যাডভোকেট এসএম ইসলাম, বিএনএফ ছাত্রফ্রন্ট সভাপতি সৈয়দ মাহবুব আজাদ, শ্রমিক ফ্রন্ট আহ্বায়ক আতিকুর রহমান নাজিম, বিএনএফ’র কেন্দ্রীয় দফতর সম্পাদক শফিউল্লাহ চৌধুরী আন্দোলন। উপস্থাপনায় ছিলেন সদস্য সচিব মো. খালিদ হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
একে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।