ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাংনীতে বিএনপির শতাধিক কর্মীর আওয়ামী লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
গাংনীতে বিএনপির শতাধিক কর্মীর আওয়ামী লীগে যোগদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে বিএনপির শতাধিক কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে মহাম্মদপুর গ্রামে এ উপলক্ষে হাসপাতাল বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



মহাম্মদপুর গ্রাম আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য সেলিনা আক্তার বানু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, উপজেলা কৃষক লীগের সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনীর খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার) আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, মহাসিন আলী, সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দীন, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, আবু হুরায়রা, মতিয়ার রহমান, আব্দুল গনি, সাহাবুল ইসলাম, জাফর ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক সাংগাঠনিক তাইম ইবনে ঝন্টু, গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাগর আহম্মেদ প্রমুখ।

মহাম্মদপুর গ্রাম বিএনপির নেতা ফজলে রাব্বী, খসরু ও শফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

জাতীয় সংসদের নারী সদস্য সেলিনা আক্তার বানু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক যোগদান করা আওয়ামী লীগ কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।