ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে জামায়াতের ১২ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
পিরোজপুরে জামায়াতের ১২ নেতাকর্মী আটক

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া থানা জামায়াতের আমির আব্দুল গণি ও কাউখালী থানা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ দলটির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
ভান্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ভান্ডারিয়ার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের বাড়ি থেকে ভান্ডারিয়া জামায়াতের আমির আব্দুল গণিকে আটক করে পুলিশ।

কাউখালী থানা পুলিশ একই সময় কাউখালী থানা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও জামায়াত নেতা আনোয়ার গাজীকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে।

রাত দেড়টার দিকে পিরোজপুর সদর উপজেলার আদাজুড়ি এলাকা থেকে রুহুল আমীন (২৮) ও শহরের মাছিমপুর এলাকা থেকে আব্দুল ওয়াদুদ (৩২) নামে দুই জামায়াত কর্মীকে আটক করে পিরোজপুর সদর থানা পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির আরো সাত কর্মীকে আটক করা হয়।

পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে জানান, সম্প্রতি সদর উপজেলার নামাজপুর এলাকায় গোপন বৈঠক চলাকালে আটক শিবির কর্মীদের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তারা নাশকতা সৃষ্টির পরিকল্পনার কথা স্বীকার করায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।