ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা জাতীয় পার্টির সহ-সম্পাদক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
সাতক্ষীরা জাতীয় পার্টির সহ-সম্পাদক কারাগারে ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা আমানউল্লাহ আমান হত্যা মামলায় সাতক্ষীরা পৌর জাতীয় পার্টির সহ-সম্পাদক আনোয়ার হোসেন চান্দুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার (২ নভেম্বর) তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাসের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ৬ সেপ্টেম্বর জেলা বিএনপির কর্মী সমাবেশে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত হন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে জেলা বিএনপির তৎকালীন সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৭৭ জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।