ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে ২ শিবির কর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
জয়পুরহাটে ২ শিবির কর্মী কারাগারে

জয়পুরহাট: জয়পুরহাটে নাশকতার মামলায় দুই শিবির কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

তাদের বিরুদ্ধে হরতাল-অবরোধ চলাকালে নাশকতা সৃষ্টির অপরাধে দায়ের করা তিনটি মামলা রয়েছে।



সোমবার (২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন-জয়পুরহাট সদরের তেতুলতলী গ্রামের আবদুল মান্নানের ছেলে মেহেদী হোসেন (২২) ও নাকুরিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে সোহাগ হোসেন (২০)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সিরাজুল ইসলাম জানান, বিএনপি-জামায়াতসহ ১৯ দলের ডাকা হরতাল-অবরোধ চলাকালে দূর্গাদহ বাজারে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় শহরের বৈরাগীর মোড় থেকে শিবির কর্মী মেহেদীকে গ্রেফতার করা হয়। এছাড়া সোমবার ভোরে সোহাগকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি অপর দু’টি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।