ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাতীবান্ধায় জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
হাতীবান্ধায় জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রোববার (১ নভেম্বর) গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমির ও রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা হাসান আলী (৫৫), একই উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেন (৪৫) এবং একই এলাকার বাবলু মিয়া (৫০)।
 
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা গত সংসদ নির্বাচনে পুলিশের কাজে বাঁধা দেওয়া ও নাশকতার মামলাসহ একাধিক মামলার আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
 
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।