ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশ মৃত্যুকূপে পরিণত হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
দেশ মৃত্যুকূপে পরিণত হয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: বাংলাদেশ এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে ও দেশে দুঃশাসন চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পাটির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে সোমবার (০২ নভেম্বর) দুপুরে জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



এরশাদ বলেন, দেশের মানুষ এমন গণতন্ত্র চায় না, জনগণের  গণতন্ত্র চায়। প্রতিদিন খবরের কাগজ খুললেই হত্যা, ধর্ষণ, লুটপাট ও দুর্নীতি ছাড়া কোনো সংবাদ পাওয়া যায় না। দেশে চরম দুঃশাসন চলছে। মানুষের কোনো নিরাপত্তা নেই।

তিনি বলেন, দীপনের বাবা কেন তার সন্তান হত্যার বিচার চান না তা আমাদের সবাইকে বুঝতে হবে। বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই বুঝতে পেরেই সন্তান হত্যার কষ্ট বুকে নিয়েও তিনি বিচার চান নাই। সরকারের একের পর এক ব্যর্থতা, দুঃশাসন ও দুর্নীতির কারণেই এমন হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না।

তিনি বলেন, মানুষ জানতে চায় দেশে এসব কি হচ্ছে? কেন এমন হচ্ছে? আমরা কোনো উত্তর দিতে পারি না। আমি ২৪টি জেলা, সব উপজেলা, সব উপজেলায় হাসপাতাল, এলজিইডি স্থাপনের মাধ্যমে সারাদেশে রাস্তা-ঘাটসহ সব ধরণের উন্নয়ন করেছি।

এখনও প্রেসিডেন্ট পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ও বিএনপিকে হারিয়ে তিনি বিজয়ী হবেন বলে দুই নেত্রীর উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন এরশাদ।

বিশেষ অতিথির বক্তব্যে পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু বলেন, এরশাদ সুশাসনের প্রতীক আর শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুঃশাসনের প্রতীক।
 
সাবেক মন্ত্রী জিএম কাদের বলেন, নাটোর, ঢাকা বা পুলিশ স্টেশন কোথাও মানুষ এখন আর নিরাপদ নয়। যেকোনো সময় ছাত্রলীগের সঙ্গে ছাত্রলীগ ও ছাত্রলীগের সঙ্গে যুবলীগের সংঘর্ষে আমার-আপনার মতো সাধারণ মানুষের মৃত্যু হবে না এর কোনো নিশ্চয়তা নেই।

তিনি আরো বলেন, মানুষকে ডিবি, র‌্যাব, পুলিশ ধরে নিয়ে যাবে পরে তার আর কোনো খবর পাওয়া যাবে না এটাই এখন স্বাভাবিক।
 
নাটোর জেলা জাপার সভাপতি সাবেক এমপি মজিবুর রহমান সেন্টুর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সুনীল শুভ রায়।

পরে সাবেক এমপি মজিবুর রহমান সেন্টুকে সভাপতি ও আলাউদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক করে আগামী ১০ দিনের মধ্যে জেলা জাপার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা জানান এরশাদ।

এদিকে, সম্মেলন ও  এরশাদের আগমন উপলক্ষে নাটোর জেলা শহর ও জেলার গুরুত্বপূর্ণ সড়কে বিপুলসংখ্যক তোরণ নির্মাণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।