ঝিনাইদহ: মুক্তিযোদ্ধাদের প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা ইটনিট কমান্ড এ কর্মসূচির আয়োজন করে।
দুপুর সাড়ে ১২টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর উপজেলা কমান্ডার সিদ্দিক আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. ওয়াহেদ জোয়ার্দ্দার, ডেপুটি কমান্ডার দলিল উদ্দিন আহমেদ, জেলা সহকারী কমান্ডার বসির উদ্দিন, জিল্লুর রহমান প্রমুখ।
বক্তারা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাকা-মুজাহিদের বিচার দ্রুত শেষ করা এবং প্রকাশক ফয়সাল আরেফিন দীপক হত্যাকারীদের বিচারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর