ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একাত্তরের পরাজিত শক্তিই বঙ্গবন্ধু ও ৪ নেতাকে হত্যা করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
একাত্তরের পরাজিত শক্তিই বঙ্গবন্ধু ও ৪ নেতাকে হত্যা করেছে ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিই ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছে। এই ঘাতকরাই ২০০৫ সালে ২১ আগস্ট শেখ হাসিনার ওপর বোমা হামলা চালিয়েছিল।



বুধবার (০৪ নভেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাবে আমরা মুক্তিযুদ্ধের সন্তান আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, এই ঘাতকদের পরিচয় ও সূত্র একই। তারা পরাজিত শক্তি হলেও আমরা তাদের বিষদাঁত ভেঙে দিতে পারিনি। খালেদা জিয়া এই শক্তিকে আষ্কারা দিচ্ছেন ও লালন-পালন করছেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার অবস্থান নিয়েও দেশবাসী সন্দিহান।

এ সময় তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে যতই পেট্রোল বোমা ও গুপ্তহত্যা করুন না কেন, আপনি জাতির জনকের কন্যা শেখ হাসিনার কাছে পরাজিত হবেন।

‍আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম।

তিনি বলেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। তারা বিদেশিদের হত্যা করে ও গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ যে করেই হোক, এ ষড়যন্ত্র প্রতিহত করবে।

এ সময় ২০২১ সাল নয় ২০১৯ সালের মধ্যেই বাংলদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রেড এলার্ট জারির বিষয় নিয়ে তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।

আমরা মুক্তিযুদ্ধের সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন। সভায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এইচআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।