ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে সাবেক পৌর মেয়রসহ ৭ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
রাজশাহীতে সাবেক পৌর মেয়রসহ ৭ জন কারাগারে

রাজশাহী: নাশকতার মামলায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার সাবেক মেয়র স্থানীয় বিএনপির একাংশের সভাপতি মকবুল হোসেনসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০৪ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুল লতিফ এ নির্দেশ দেন।

এর আগে দুপুরে আদালতে হাজির হয়ে তারা জামিনের জন্য আবেদন জানান। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠনোর নির্দেশ দেওয়া হয়।

অপর আসামিরা হলেন- মকবুল হোসেনের ছেলে মুকুল হোসেন, নওহাটা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ, বিএনপি নেতা সুজন, মোজাফ্ফর ও সুজন।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুস সালাম বাংলানিউজকে জানান, চলতি বছরের ১২ জানুয়ারি অবরোধ চলাকালে রাজশাহীতে পণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের সামনে আগুন দেওয়া হয়। এ সময় স্থানীয়রা অবরোধকারীদের ধাওয়া দিলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই দিন মহানগরীর শাহ মখদুম থানা পুলিশ এ ঘটনায় নাশকতার মামলা করে।

সম্প্রতি আসামিদের শনাক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই মামলায় হাজির হয়ে আসামিরা আদালতে জামিনের আবেদন জানান।

কিন্তু আদালতের বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট কামরুল মনির।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।