ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিল

মানিকগঞ্জ: সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িয়ে পড়ায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার ( নভেম্বর ০৬) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন।



দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ নভেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাদেকুল ইসলাম সোহাগকে সভাপতি ও এনামুল হক রুবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

পরে চলতি বছরের ২৩ জুলাই ১৫৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনের পর থেকেই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে চাঁদাবাজি ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

২৫ জুলাই সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারের দাবিতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।