ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে বিপ্লব ও সংহতি দিবস পালন বিএনপি’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
রাজশাহীতে বিপ্লব ও সংহতি দিবস পালন বিএনপি’র ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠন। শনিবার (০৭ নভেম্বর) সকালে মহানগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে ভুবন মোহনপার্ক শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।



এ সময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু।  

পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মিজানুর রহমান মিনু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।   

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিকেলে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে মহানগর বিএনপি।   

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএস/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।