ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাবি শিবিরের তিনকর্মী কারাগারে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
রাবি শিবিরের তিনকর্মী কারাগারে

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তিনকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আতিকুর রহমান, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ হোসেন ও নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিবুল রানা।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বিনোদপুর এলাকার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতায় সংশ্লিষ্টতা থাকার কথা স্বীকার করলে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।