ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মানিকগঞ্জে জাসদের আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, নভেম্বর ৭, ২০১৫
মানিকগঞ্জে জাসদের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস পালন করেছে জেলা জাসদের নেতাকর্মীরা।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাসদের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে তারা এক আলোচনা সভার আয়োজন করে।



এতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন খান।

সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন লিটন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দেওয়ান আব্দুস সফি, সদস্য শাহীনুর রহমান শাহিন, বাংলাদেশ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোলায়মান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।