ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এম কে আনোয়ারের মুক্তিতে বাধা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এম কে আনোয়ারের মুক্তিতে বাধা নেই এম কে আনোয়ার

ঢাকা: পল্টন থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।



এ আদেশের ফলে এম কে আনোয়ারের কারামুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী  জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন  ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

আদেশের পর সগীর হোসেন লিওন জানান, চলতি বছর এম কে আনোয়ারের বিরুদ্ধে মোট ১০টি মামলা দায়ের করা হয়। আজকেরটিসহ সব মামলায় তিনি এখন জামিনে রয়েছেন। তাই তার জামিনে মুক্তি পেতে আইনগত আর কোনো বাধা নেই।  

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পল্টন থানায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।
 
গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এক মামলায় গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্নসমর্পণের পর জামিন পাননি এম কে আনোয়ার। ওইদিন থেকে তিনি কারাগারে রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।