ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, নভেম্বর ৯, ২০১৫
কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩২

কুষ্টিয়া: কুষ্টিয়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হোসেন উৎপলসহ বিভিন্ন মামলার আসামি  ৩২ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার(৮ নভেম্বর) মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।



কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে জাকারিয়া হোসেন উৎপলকে একটি কাটা রাইফেল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। সকালে অস্ত্র মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে কুষ্টিয়া সদরে ১৮ জন, দৌলতপুরে ২ জন, মিরপুরে ১ জন, কুমারখালীতে ২ জন, খোকসায় ২ জন  ও ইবি’তে রয়েছেন ৪ জন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।