ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রতিক্রিয়াশীলদের সঙ্গে সংলাপ নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
প্রতিক্রিয়াশীলদের সঙ্গে সংলাপ নয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির সংলাপের আহ্বান নাকচ করে দিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা রাজনীতিতে প্রতিক্রিয়াশীল, যাদের হাতে মানুষের রক্ত, পোড়া মানুষের গন্ধ তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। বরং সেসব প্রতিক্রিয়াশীল গোষ্ঠীদের দমন করা প্রয়োজন।



সোমবার (০৯ নভেম্বর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘শহীদ নূর হোসেন’ দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্যই বিদেশি হত্যা, ব্লগার ও প্রকাশকদের ওপরে হামলাসহ সাম্প্রতিক সময় বিভিন্ন ঘটনা একটি বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্রে হচ্ছে।

সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে সংকট থেকে উত্তরণ সম্ভব খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, তার মন্তব্য প্রমাণ করে যে, সাম্প্রতিক ঘটনা প্রবাহের সঙ্গে বিএনপি জড়িত। এই গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, একাত্তরে অনেক বিশ্ব শক্তি বাংলাদেশের অভ্যুদয় চায়নি। এখনও অনেকে আছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তারা চায় বাংলাদেশে জনসমর্থিত কোনো সরকার নয়, বরং তাদের আজ্ঞাবহ কোনো সরকার ক্ষমতায় থাকুক। এ কারণে তারা সব সময়ই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে প্রগতিশীলদের বিপক্ষে প্রগতিশীলরাই রাজনীতি করবে এমন প্রত্যয় ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, প্রতিক্রিয়াশীলরা দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। দেশকে আফগানিস্তান, পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তাই দেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সহিষ্ণু পরিবেশ বজায় রাখতে প্রগতিশীলদের প্রতিপক্ষ প্রগতিশীলই হওয়া প্রয়োজন।

সংগঠনটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, শাহে আলম মুরাদ, শাহজাহান সাজু, এম এ করিম প্রমুখ।

বাংলাদেশ সময: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
আরএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।