ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৫৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৫৬ নেতাকর্মী আটক

মেহেরপুর: নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেনসহ বিএনপি-জামায়াতের ৫৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৯ নভেম্বর) দিনগত রাতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।



আটকদের মধ্যে সদর থানায় বিএনপির ১, জামায়াতের ২৫, মুজিবনগর থানায় জামায়াতের ১৭, গাংনী থানায় বিএনপির ১২ ও জামায়াতের ১ জনকে আটক করা হয়।

পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বাংলানিউজকে জানান, নাশকতা প্রতিরোধের অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে জেলার তিনটি থানা এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিএনপির ১৩ ও জামায়াতের ৪৩ নেতাকর্মীকে আটক করা হয়।

আটকদের মধ্যে নাশকতা মামলার কয়েকজন আসামি রয়েছেন। যাচাই-বাছাই শেষে তাদেরকে মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।