ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গোদাগাড়ী পৌর জামায়াতের আমির গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৬, নভেম্বর ১০, ২০১৫
গোদাগাড়ী পৌর জামায়াতের আমির গ্রেফতার

রাজশাহী: নাশকতার মামলায় রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা জামায়াতের আমির মেজাবাহ উল হককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পৌর এলাকার মাধবপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

মেজবাহ উল হক উপজেলার সুলতানগঞ্জ এলাকার মৃত আবদুস সালাম মোল্লার ছেলে।

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, মেজবাহ উল হকের বিরুদ্ধে দু’টি নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।