ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির সঙ্গে কোনো সমঝোতা নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
‘বিএনপির সঙ্গে কোনো সমঝোতা নয়’ ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির সঙ্গে কোনো সমঝোতা বা আলোচনা হবে না জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ লড়াইয়ে বিশ্বাস করে। এ লড়াই হবে ২০১৯ সালের নির্বাচনে।



মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০১৫ উপলক্ষে আইডিইবি ভবনে আয়োজিত ‘বিল্ড স্কিল বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, কার সঙ্গে সমঝোতা বা আলোচনা করবো? এগুলো তো আসলে চটকদার কথা। এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান আসে না। সংবাদ মাধ্যমে শুধু হেডলাইন হওয়া যায়। আমরা কোনো আলোচনা বা সমঝোতা করবো না। নির্বাচনের মাধ্যমেই সবকিছু নির্ধারিত হবে। আর ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, ২০১৯ সালের লড়াইয়ে প্রমাণ হবে কে বাংলাদেশ, কে জিম্বাবুয়ে। আমাদের একটাই লক্ষ্য, ৭১’র ঘাতকদের দন্ড কার্যকর করা। বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান একাত্তরের খুনিদের প্রশ্রয় দিয়েছেন। খালেদা মনে করেন, একাত্তরের ঘাতক জামায়াত-শিবির তাদের বন্ধু। তাই তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।

এ সময় তিনি বলেন, নির্বাচনে আসুন। নির্বাচনের মাধ্যমেই ফলাফল নির্ধারিত হবে। খালেদা জিয়ার দল লড়াই না করে পালিয়ে যায়। কিন্তু আমরা লড়াইয়ে বিশ্বাস করি। নির্বাচনী লড়াইয়েই জনগণ রায় দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেলিম ভাই অনেক ভালো বলেন। তবে কথাগুলো একটু ঠিকভাবে বললেই হয়। আমরা চাই আমাদের সমালোচনা হোক। আপনি জাতীয় সংসদে এসে আমাদের কড়া ভাষায় সমালোচনা করুন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরি সভাপতি মাইউদ্দিন খান বাদল প্রমুখ।

দীলিপ বড়ুয়া বলেন, দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত চলছে। বিদেশি নাগরিক, পুলিশ, মিলিটারি পুলিশ হত্যা করে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না। যারা এটি করছেন তাদের চক্রান্ত সফল হবে না।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫/আপডেট: ১৫৫১ ঘণ্টা
এএসএস/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।