সিলেট: যৌথবাহিনীর অভিযানে সিলেটের তিন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কানাইঘাট ও জৈন্তাপুর থানা এলাকা থেকে বেশ কিছু জিহাদি বই ও চকলেট বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।
বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান চালানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারদের মধ্যে কানাইঘাট উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল করিমসহ ১৬ জন জামায়াত-শিবির নেতাকর্মী, ২ জন বিএনপি কর্মী, একজন সাজাপ্রাপ্ত ও মাদকসহ একজন ব্যবসায়ী রয়েছে।
এছাড়া কানাইঘাটে করিমের মালিকানাধীন একটি অফিস থেকে ২৫০টি জিহাদি বই ও ১৫০টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
তাছাড়া জৈন্তাপুর মডেল থানা এলাকার ঠাকুরের মাঠি গ্রামে সিলেট সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ড শিবিরের সেক্রেটারি তোফায়েল আহমদের বাড়িতে অভিযান চালিয়ে ৫১টি জিহাদি বই, ৬০টি চাঁদা আদায়ের রশিদ, ৩টি আয়-ব্যয়ের খাতা, ৩টি মাসিক প্রতিবেদন (বাঁধাইকৃত) খাতা, শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের ৭২টি চাঁদার কুপন এবং তার ব্যক্তিগত ডায়রি উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।
গ্রেফতার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সন্ত্রাসী, নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ ও সরকার বিরোধী আন্দোলনের পরিকল্পনা করে থাকে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এএএন/জেডএস