ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর জনসভায় নেতা-কর্মীদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
প্রধানমন্ত্রীর জনসভায় নেতা-কর্মীদের ঢল ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে নেতা-কর্মীদের ঢল নেমেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকেই জনসভাস্থলে ব্যানার ও ফেস্টুনসহ মিছিল নিয়ে দলে দলে সভাস্থলে যাচ্ছেন নেতা-কর্মীরা।


 
সকাল ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে বগুড়া ক্যান্টনমেন্টে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানকার কর্মসূচি শেষে দুপুর ২টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
 
জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরে জনসভা হলেও সকাল ৯টার পর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতা-কর্মী সভাস্থালে যেতে থাকেন।

জনসভায় যোগ দিতে আসা নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মহাসড়কে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে।
 
সরেজমিনে দেখা যায়, শহরের সবগুলো প্রবেশ পথে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সন্দেভাজন ব্যক্তিদের তল্লাশি করে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
 
এদিকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের সাতমাথার সাতমোড় হয়ে জনসভাতে যোগ দিচ্ছেন। তবে সকাল থেকে সভাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। ফলে জনসভায় বিভিন্ন এলাকা থেকে আসা নেতা-কর্মীরা মাঠের আশেপাশে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।