বগুড়া: জনসভা মঞ্চে আসন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই জনসভাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে লাখো জনতা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টা ৪০মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া ক্যান্টনমেন্ট থেকে জনসভায় যোগ দিতে রওয়ানা দিয়ে ২টা ৫০মিনিটে জনসভা মঞ্চে এসে পৌঁছান।
পরে তিনি ডিজিটাল ইলেক্ট্রনিক বোর্ডের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টা ৫০মিনিটে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর পরিচালনায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
তারপর থেকেই জনসভাস্থলে মানুষের ঢল নামতে শুরু করে। বেলা আড়াইটার মধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে স্থান না পেয়ে হাজার হাজার মানুষ মাঠ সংলগ্ন এলাকা ছাড়াও শহরের সাতমাথা, জলেশ্বরীতলা, ইয়াকুবিয়া স্কুলের মোড় ছাড়াও বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখার জন্য স্থানীয় কেবল অপারেটরের মাধ্যমে টেলিভিশনে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
ইতোমধ্যেই জনসভায় সরকারের ভূমি মন্ত্রী সামছুল আলম দুদু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু বক্তব্য রেখেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমবিএইচ/এএ
** প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত
** বগুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা চলছে
** প্রধানমন্ত্রীর জনসভা এলাকা থেকে সন্দেহভাজন যুবক আটক
** পতাকার মর্যাদা যেনো ক্ষুণ্ণ না হয়
** প্রধানমন্ত্রীর জনসভায় নেতা-কর্মীদের ঢল