ঢাকা: প্যারিসে পৃথক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি।
শনিবার (১৫ নভেম্বর) দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।
বিবৃতিতে খালেদা বলেন, ‘প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি বিস্মিত, হতবাক ও ক্ষুদ্ধ। সন্ত্রাসী এই ঘটনায় কমপক্ষে ১৫৩ জন নিহত হওয়ায় এবং কয়েকশ’ মানুষের আহত হওয়ার ঘটনার খবরে আমি উদ্বিগ্ন, শোকাহত। ’
‘আমি এই বর্বরোচিত ও নৃশংস হামলার নিন্দা জানাচ্ছি এবং এর হোতারা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হবে বলেও আশা করছি। ’
ফ্রান্স সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমরা সব ধরণের উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সসহ বিশ্বের শান্তিকামী সকল মানুষের পাশে আমরা আছি ও থাকবো।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমএ/