ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্যারিসে হামলার নিন্দা বিএনপির মুখপাত্রের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
প্যারিসে হামলার নিন্দা বিএনপির মুখপাত্রের ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি স্থানে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন

শনিবার (১৪ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও ক্ষোভ জানান।

বিবৃতিতে ড. রিপন বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সারাবিশ্বের মানুষের সঙ্গে আমরাও ফ্রান্সের জনগণের এই দুঃসময়ে তাদের পাশে রয়েছি এবং আমাদের দলের পক্ষে সংহতি প্রকাশ করছি।

এই সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থাও হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মুখপাত্র।

তিনি বলেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পৃথিবীকে নিরাপদ করতেই। ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি আমাদের দল সমবেদনা প্রকাশ করছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।