ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিয়ানীবাজার কলেজ ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, নভেম্বর ১৬, ২০১৫
বিয়ানীবাজার কলেজ ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

সিলেট: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়।



বিবৃতিতে বলা হয়, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের এখন থেকে আর কোনো কার্যক্রম নেই।

সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগ নেতা পল্লব ও পাবেল গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন।
 
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।