ময়মনসিংহ: ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষের কক্ষের দরজা ভাংচুর করেছে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
কলেজটির অধ্যক্ষ জাকির হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে ছাত্রলীগ নেতা-কর্মীরা আমার কক্ষে এসে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের দাবি জানায়। আমি তাদের বলি, কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ টুর্নামেন্টের অনুমোদন হয়েছে। কয়েকদিন পরেই টুর্নামেন্ট শুরু হবে। কথা বলার এক পর্যায়ে পেছন থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা লাথি দিয়ে আমার কক্ষের কাঁচের দরজা ভেঙে ফেলে। পরে তারাই আবার পিয়ন ডেকে ভাঙা কাঁচের টুকরা সরাতে সহায়তা করে।
তিনি আরও বলেন, ক্রিকেট টুর্নামেন্টের দাবি জানালেও হয়তো এ কারণে ভাংচুর করেনি তারা। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিব জানান, গত ৪ বছর ধরে কলেজে কোনো খেলাধুলা নেই। ১১ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই। সাংস্কৃতিক কর্মকাণ্ডেও চরম স্থবিরতা চলছে। এসব ঘটনার জের ধরে উত্তেজিত শিক্ষার্থীরা এ ভাংচুর করেছে। আমি গিয়ে পরিস্থিতি শান্ত করি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএম