ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সর্বদলীয় ঐক্যের প্রস্তাব জাতির সঙ্গে তামাশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
সর্বদলীয় ঐক্যের প্রস্তাব জাতির সঙ্গে তামাশা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি তাণ্ডবের  সুইচ হাতে নিয়ে খালেদা জিয়ার মুখে সর্বদলীয় ঐক্যের প্রস্তাব জাতির সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


 
মন্ত্রী বলেন, গণতন্ত্র ও দেশের স্বার্থে অবশ্যই ঐক্য হবে, আর তা হবে রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে। জাতীয় ঐক্যে এদের কোনো জায়গা নেই।

তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে যেকোনো ধরনের আলোচনা, কার্যত জঙ্গিদের হালাল করার রাজনীতি ছাড়া আর কিছুই নয়।

উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা মহম্মদ শরীফের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় নেতা করিম শিকদার, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।