ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে জামায়াতের ঝটিকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, নভেম্বর ১৮, ২০১৫
ময়মনসিংহে জামায়াতের ঝটিকা মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় ঘোষিত হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে ময়মনসিংহ শহর জামায়াত।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নগরীর ফুলবাড়ীয়া পুরাতন বাসট্যান্ড থেকে এ মিছিল শুরু হয়ে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার গোরস্থানের সামনে গিয়ে শেষ হয়।

এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

তবে এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম বাংলানিউজকে জানান, নগরীতে কোনো মিছিল হয়নি। মিছিলের বিষয়টি গুজব।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।