খুলনা: আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারিতে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে খুলনায় মাঠে নেই দলটির নেতাকর্মীরা।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
এদিকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত খুলনায় হরতালের পক্ষে দলটির কোনো পিকেটিং কিংবা মিছিল দেখা যায়নি। পাওয়া যায়নি কোনো অপ্রীতিকর ঘটনার খবরও।
হরতাল চললেও নগরীতে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে জামায়াত-শিবির কর্মীরা মাঠে নামতে পারেনি।
তিনি জানান, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীতে পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমআরএম/জেডএস