বেনাপোল (যশোর): আপিলে মানবতাবিরোধী অপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতার আশঙ্কায় যশোরের শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তৃণমুল পর্যায়ের বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত অভিযানে নিজ-নিজ বাড়ি থেকে এদের আটক করা হয়।
আটক নেতাকর্মীরা হলেন, শার্শা উপজেলার পানতাপাড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে বিএনপি কর্মী আকশেদ আলী (৪০), দক্ষিণ বুরুজবাগান গ্রামের সৈয়দ আলীর ছেলে বিএনপি নেতা মিনারুল (৪০), শিকারপুর গ্রামের মানিক মণ্ডলের ছেলে বিএনপি কর্মী সোবহান (৪২), রামপুর পশ্চিমপাড়া গ্রামের মহর আলীর ছেলে জামায়াত নেতা তবিবর রহমান (৫০) ও দাউদখালী গ্রামের সিরাজুলের ছেলে জামায়াত কর্মী বাবলা (১৮)।
শার্শা থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাবুল শিকদার সকাল সাড়ে ৮টায় আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এসব নেতাকর্মী এলাকায় বিএনপি- জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়। তাদের কাছে গোপন খবর ছিল এদের মাধ্যমে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আটক নেতাকর্মীদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ