ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফাঁসি না হওয়া পর্যন্ত র‍াজপথে থাকবে গণজাগরণ মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ফাঁসি না হওয়া পর্যন্ত র‍াজপথে থাকবে গণজাগরণ মঞ্চ ছবি: দিপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে গণজাগরণ মঞ্চ।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জামায়াতের হরতাল প্রতিহত করতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।



ইমরান এইচ সরকার বলেন, দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের দাবিতে শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় গণজাগরণ মঞ্চ শাহবাগ মোড়ে গণমিছিল করবে। এটি আমাদের রেগুলার কার্যক্রম। সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে অবস্থান থাকবে।

তিনি বলেন, অবৈধ সংগঠন জামায়াত হরতাল ডেকেছে। আমরা জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছি এবং প্রতিহত করতে রাস্তায় নেমেছি।

জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশবাসী জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে। তাই সরকারের উচিত অবিলম্বে জঙ্গি সংগঠন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতে জামায়াত দেশব্যাপী জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। লেখক-ব্লগার হত্যা করেছে। এমনকি এই জঙ্গি সংগঠন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যও হত্যা করছে। এই সংগঠনটিকে নিষিদ্ধ না করলে তারা দেশে জঙ্গি কার্যক্রম চালাবে।

আপিলে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াত। ভোর ৬টা থেকে হরতাল শুরু হলেও রাজধানীতে হরতালের তেমন প্রভাব দেখা যাচ্ছে না।

অন্য দিনের মতোই সবকিছু স্বাভাবিক রয়েছে। খুলেছে দোকান, রাস্তায় চলাচল করছে পর্যাপ্ত সংখ্যক গণপরিবহনও।

সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত রাজধানীতে হরতালের সমর্থনে কোনো মিছিল-পিকেটিং ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দেখা যায়নি জামায়াত-শিবির কর্মীদেরও।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী হরতালের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান নেওয়া শুরু করেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

এরপর বেলা ১১টার দিকে মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় ঘুরে শাহবাগে ফিরে আসে।

এ বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, হরতাল প্রতিহত করতে শাহবাগে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। আর মাঝে মধ্যে হরতাল বিরোধী মিছিল হবে।

শাহবাগ মোড় থেকে নিউমার্কেট, ফার্মগেট, মতিঝিল-গুলিস্থান প্রতিটি রুটেই পর্যাপ্ত সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা যাচ্ছে। রয়েছে পর্যাপ্ত সংখ্যক রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়টিতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এএসএস/বিএস

** হরতাল প্রতিহতে শাহবাগে গণজাগরণ মঞ্চ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।