ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে, জামায়াতের ডাকা হরতালে ময়মনসিংহে কোনো প্রভাব পড়েনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকেই নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, হরতালে ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক ও ময়মনসিংহ-ঢাকাসহ বিভিন্ন রেলপথে যান ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড়, চরপাড়াসহ প্রায় প্রতিটি এলাকা।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম জানান, গোটা নগরীকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএস