ঢাকা: সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ন্যায়বিচার পাননি, বিচারের ক্ষেত্রে তার অপরাধের চেয়ে রাজনৈতিক পরিচয় বেশি গুরুত্ব পেয়েছে বলে দাবি করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ৪টায় গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষে এ দাবি জানান বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, সাকা চৌধুরী একজন নাগরিক হিসেবে তার যে মানবাধিকার রয়েছে, তা তাকে দেওয়া হয়নি। তিনি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সচেষ্ট ছিলেন। তিনি যে প্রমাণাদি আদালতে দিয়েছিলেন, তা যদি গ্রহণ করা হতো, তবে তাকে ফাঁসির আসামি হতে হতো না।
কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিবেচনায় তার অপরাধের রায় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে তিনি আপোসহীন ছিলেন। সরকার তার অপরাধ বিবেচনায় না নিয়ে রাজনৈতিক পরিচয়টা বিবেচনায় নিয়েছে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার প্রমুখ।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর আপিল বিভাগে মৃত্যুদণ্ডের রায় বাহালের পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই দাবি করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৫/ আপডেট: ১৯৫৯ ঘণ্টা
এমআইকে/টিআই