ঢাকা: কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জামায়াতের ডাকা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়েছে।
সারাদিন ঢিলেঢালাভাবে পালিত হয়েছে হরতাল, অন্যান্য দিনের মতো রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়।
সরেজমিনে গিয়ে পল্টন, বাইতুল মোকাররম, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, সায়েন্সল্যাব, ধানমন্ডি, নিউমার্কেট, ফার্মগেট, মিরপুর, মহাখালী, উত্তরা, বাড্ডা, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্নস্থানের পরিস্থিতি স্বাভাবিক লক্ষ্য করা যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল বাতেনসহ পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সারাদিন হরতালে স্বাভাবিক পরিস্থিতির বিষয়টি জানা যায়।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় বাহালের প্রতিবাদে হারতালের ডাক দেয় জামায়াত।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এনএইচএফ/ওএইচ/টিআই