ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে শ্রমিক লীগের সম্মেলনে সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
সিলেটে শ্রমিক লীগের সম্মেলনে সংঘর্ষে আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের ওসমানীনগরে শ্রমিক লীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টায় স্থানীয় গোয়ালাবাজার সাদিমহল কমিউনিটি সেন্টারে শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন চলাকালীন এক পর্যায়ে উভয় গ্রুপের সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় দোকান পাট ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরীর মালিকানা পেট্টোল পাম্প।

সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে আহত হন উপজেলা যুবলীগ নেতা সোহালে আহমদসহ ৫ জন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সিলেট থেকে প্রায় শতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে এলাকার দোকানপাট বন্ধ রয়েছে।

সিলেট ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরছালিন বাংলানিউজকে সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।