সিলেট: সিলেটে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মোটরসাইকেলযোগে মিছিলকারীরা রাস্তায় নেমে যানচলাচলে বাধা সৃষ্টিকালে তাদের ছত্রভঙ্গ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। মিছিলকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল এ সময় উদ্ধার করা হয়েছে।
শীর্ষ যুদ্ধাপরাধী জামায়তের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াত এদিন হরতাল ডেকেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমতহ উল্লাহ বাংলানিউজকে বলেন, সকালের ঘটনাটি ছাড়া নগরীর আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, কেউ যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য মাঠে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে।
এদিকে, হরতালের শুরু থেকে কার্যত সিলেট নগরী ও আঞ্চলিক সড়কগুলোতে অন্য দিনের মতো যানবাহন চলাচল অব্যাহত ছিল। হরতালে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এনইউ/আইএ