ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা সাইদুর রহমান মুন্সিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

আদেশের কপি সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়।

গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুস সামাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সম্প্রতি কারামুক্ত সাইদুর রহমান মুন্সির বিরুদ্ধে একটি মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে।

ফলে উপজেলা পরিষদের এক নম্বর প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান জেলা প্রশাসক।

গত বছরের শেষদিকে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব জামায়াত-শিবিরের হামলায় আহত হন। পরে গত ২৯ ডিসেম্বর তিনি হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

চলতি বছরের ১৫ অক্টোবর ওই মামলায় সাইদুর রহমান মুন্সিসহ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।